সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানেই বাংলাদেশ। বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনো বর্তমান আওয়ামী লীগ সরকারের আতংক। তাই তারা দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা করতে দিতে চায় না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও জাসাস নেতৃবৃন্দ এইসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাষ্ট্র শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক প্রকৌশলী রহমান সায়েম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন।
এই সময় বর্তমান আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার চিকিৎসা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূইয়াসহ অন্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজমসহ যুক্তাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সব শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদা, দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ এই সময় খালেদা জিয়াকে দ্রুত মুক্তির পাশাপাশি তাঁর সুস্থ্যতার জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন।