1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
প্রেমিকার টানে ইউক্রেন থেকে বাংলাদেশে, ইসলাম গ্রহণ করে বিয়ে - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

প্রেমিকার টানে ইউক্রেন থেকে বাংলাদেশে, ইসলাম গ্রহণ করে বিয়ে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ Time View

প্রেমিকার টানে ছুটে আসলেন ইউক্রেনের নাগরিক এন্ড্রি প্রকিপ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব কালাছড়া গ্রামের মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ে করলেন। বৃষ্টির পিতার নাম মৃত কামাল মিয়া। বৃষ্টিকে বিয়ের আগে এন্ড্রি প্রকিপ গ্রহণ করলেন ইসলাম ধর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা এই সম্পর্কের ভিত্তিতে তিনি ধর্ম পরিবর্তন করে নিজের নতুন নাম দিলেন মোহাম্মদ।



বছর দুয়েক আগে ফেসবুকে বৃষ্টি ও এন্ড্রির পরিচয় হয়। ইউক্রেনে জন্মগ্রহণ করা এন্ড্রি কাজের সন্ধানে পোল্যান্ডে পাড়ি জমান এবং মাঝে মাঝে বেলজিয়ামে ভবন নির্মাণের কাজ করেন। তাদের কথোপকথন ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হয়। এক পর্যায়ে এন্ড্রি বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন। বাংলাদেশেল মেয়ে বৃষ্টি প্রথমে এন্ড্রির প্রস্তাবে সাড়া দিতে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। তবে এন্ড্রি তাকে জানায় যে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করবেন এবং তাকে বিয়ে করবেন। তাদের এই দীর্ঘ দুই বছরের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়।



গত ১৯ ডিসেম্বর ইউক্রেনের নাগরিক এন্ড্রি বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হলফনামার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন।



বৃষ্টি বলেন, এন্ড্রি নিজে থেকেই ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। সে আমাকে ভালোবাসে, এবং তার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমাদের বিয়েতে পরিবারের সম্মতি ছিল। বিয়ের পর বৃষ্টি নিজের নাম পরিবর্তন করে বৃষ্টি পুরকিপ রেখেছেন।



স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ইউক্রেনের নাগরিক এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের গ্রামের মেয়ে বিয়ে করেছে, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



এন্ড্রি ওরফে মোহাম্মদ বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বৃষ্টি একজন ভালো মেয়ে এবং তার প্রতি আমার ভালোবাসা আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে। বিয়ে করার পর আমি খুব আনন্দিত।



বৃষ্টি জানান, এন্ড্রি বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। ইংরেজিতে তাদের কথোপকথন হয়, তবে তিনি কিছুটা বাংলা শিখেছেন।



বিয়ের পর এন্ড্রি তার স্ত্রীকে পোল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসা এন্ড্রি জানালেন, সব প্রক্রিয়া শেষ করেই তিনি স্ত্রীকে নিয়ে পোল্যান্ডে ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved