1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
খুলে গেল জান্নাতের সব দুয়ার - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

খুলে গেল জান্নাতের সব দুয়ার

ড. আ ফ ম খালিদ হোসেন
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

সময়ের পরিক্রমায় বছর ঘুরে এসেছে মাহে রমজান। এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আজ থেকে মহান আল্লাহর করুণায় সিক্ত হবে রোজাদারের রুহ।

নবিজি (সা.) তার সাহাবিদের (রা.) রমজানের সুসংবাদ শোনাতেন। রমজানের ফজিলতের কথা বলতেন। ইবাদত ও সাধনায় মনোযোগী হওয়ার উপদেশ দিতেন। অধিক পরিমাণে নেকি অর্জনের উৎসাহ জোগাতেন। নবিজি (সা.) বলতেন, তোমাদের দুয়ারে (অতিথি হয়ে) রমজান এসেছে। এটি একটি পবিত্র মাস। মহান আল্লাহ তোমাদের ওপর এ মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন। এ মাসে খুলে দেওয়া হয়েছে জান্নাতের সব দুয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে জাহান্নামের সব দরজা। শয়তানকে বেঁধে রাখা হয়েছে শেকলে। এ মাসে একটি রজনি রয়েছে-যা অন্য হাজার মাসের থেকেও উত্তম। যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন (জীবনের) সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো।’

আমাদের কর্তব্য হলো, এ মহান অতিথির যথাযথ সমাদর করা। যথার্থ মূল্যায়ন করা। তার প্রাপ্য সম্মান দেওয়া। কারণ আমরা যদি এর উপযুক্ত মূল্য দিতে না পারি, জান্নাত লাভের এমন সুযোগকেও হাতছাড়া করে ফেলি, তাহলে এ জগতে আমাদের চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে?

হাদিসে এসেছে-‘নবিজি (সা.) একদিন মসজিদে নববির মিম্বারে আরোহণ করছিলেন; প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন, আমিন! দ্বিতীয় সিঁড়িতে পা রেখে তিনি আবার বললেন, আমিন! তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি তৃতীয়বারের মতো বললেন, আমিন! যার অর্থ-হে আল্লাহ তুমি কবুল করো! নবিজির (সা.) জীবনে প্রথমবার এমন ঘটনা দেখে সাহাবায়ে কেরাম খুতবার পর এ বিষয়ে জানতে চাইলেন।

তখন নবিজি (সা.) বলেন, ‘এই মাত্র হজরত জিব্রাইল (আ.) এসে আমি প্রথম সিঁড়িতে পা রাখতেই আমাকে (কানে কানে) বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যে রমজান মাস পেল অথচ তার পাপ মোচন হলো না। আমি বললাম, আমিন। আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই তিনি বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আপনার ওপর দরুদ পড়েনি। আমি বললাম, আমিন। আমি তৃতীয় সিঁড়িতে পা রাখতেই তিনি বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যে তার মা-বাবা উভয়কে পেল অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম, আমিন!’

মনে রাখতে হবে, আমরা যেন এ অভিশপ্তদের অন্তর্ভুক্ত না হই। আমরা যত সংকটেই পড়ি না কেন, শত বাধা-বিপত্তি সত্ত্বেও যেন সিয়াম সাধনা থেকে বঞ্চিত না হই। আমরা হয়তো অনেকেই সাহাবি ইবনে আহমাসির (রা.) ঘটনাটা জানি। তিনি একবার সিয়াম অবস্থায় যুদ্ধের ময়দানে লড়ছিলেন। লড়তে লড়তে তিনি এক সময় আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পড়লেন। তার সঙ্গীরা তাকে সংরক্ষিত স্থানে নিয়ে গেলেন। তারপর তারা তাকে পানি পান করতে দিলেন। কিন্তু তিনি তা করলেন না।

তিনি বললেন, আমার সিয়াম ভেঙে যাবে। কিছুক্ষণ পরই তিনি দুনিয়া ছেড়ে তাঁর কাছে চলে গেলেন, যার জন্য সিয়াম রেখেছিলেন। দুনিয়াতে সিয়াম সাধনা করে আখিরাতে মহান প্রভুর কাছে ইফতার করতে গেলেন। হজরত ওমর (রা.) এ ঘটনা শুনে বললেন, এই সাহাবি দুনিয়া দিয়ে আখিরাতকে কিনে নিয়েছেন।

আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে এ মাসের দিন-রাতগুলো কাটানোর প্রস্তুতি নেব। দ্বিগুণ উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে আমল করব। আশা করি আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠব। কারণ হাদিসে এসেছে-আল্লাহ বলেন, সাওম আমারই জন্য, এর পুরস্কার আমি নিজ হাতেই দেব। তাই আসুন! আমরা ইবাদতের রকমারি আয়োজন দিয়ে মাহে রমজানকে স্বাগত জানাই! (সূত্র: যুগান্তর)।

লেখক : ধর্ম উপদেষ্টা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved