1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশনের প্রথম সেলিব্রেশন অনুষ্ঠিত - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশনের প্রথম সেলিব্রেশন অনুষ্ঠিত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

বর্ণাঢ্য আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন তথা সারা’র প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির মর্যাদাবান সিরাজি ব্যাঙ্কোয়েট হলে জাকজমক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরু থেকেই গল্প আড্ডায় মেতে ওঠেন নতুন এই সংগঠনের সম্মানিত সদস্যরা। শুরুতে ছিলো চমৎকার এপিটাইজারের আয়োজন।



অনুষ্ঠানে রেজিষ্ট্রার্ড রিয়েলটর ছাড়াও ইনভেস্টর, লোন অফিসার এবং এটর্নিরা উপস্থিত ছিলেন।

বর্ণিল আয়োজনের সঞ্চালনায় ছিলেন মেহের খানজাদা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলটর এবং নিউইয়র্কের পরিচিত মুখ অনুষ্ঠানের কনভেনর সারোয়ার খান বাবু।

সভায় সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মেম্বার সেক্রেটারী মোহাম্মদ বেলাল হোসাইন।

আকর্ষণীয় অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান স্পন্সররা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সেক্টরের একাধিক গুনিজন ব্যক্তি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন জয়েন্ট কনভেনর শামীম আহমেদ, আসিফ চৌধুরী ও মাসুদ সিরাজি।


জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইভান স্মিথ, কেভিন লেদারম্যান, ড্যানিয়েলা ডায়াজের মত প্রতিষ্ঠিত পেশাজীবিরা।

এই আয়োজনে স্পন্সর ছাড়াও একাধিক গুণি ব্যাক্তির হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা। এতে সংশ্লিষ্টরা নিজদের সম্মানিত হওয়ার দারুন উপলক্ষ্য খুঁজে পেয়েছেন।



প্রথম এবং বর্ণিল গেটটুগেদার অনুষ্ঠানে অ্যাবারনির প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ, সারার জয়েন্ট কেনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম, জয়েন্ট কনভেনর আজিজুল হক মুন্না, আবু এস চৌধুরী, মোহাম্মদ করিম, সেলিম রেজা, জসিম চৌধুরী, হাবিবুর রহমান ও মোহাম্মদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।



এছাড়া এডহক কমিটির মোহাম্মদ মারুফ মিয়া, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মাসুদ প্রামানিক, নুরুজ্জামান সরদার, শামীম নাসের, মির্জা মোহাম্মদ হোসাইনসহ অন্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন।



অনুষ্ঠান শেষে ডিনার ও গল্প আড্ডায় সময়টা উপভোগ করেছেন সবাই। সব শেষে ছোট্ট কিন্তু প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদিত হয়েছেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved