রিকশাচালকদের সন্তানদের সরকারি চাকরিতে কোটাভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি নামে রিকশা চালকদের একটি সংগঠন। শুক্রবার (৩১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো সমাবেশে রিকশাশ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের অধিকার নিয়ে কোনো কাজ করে না। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আগামী বাজেটের আগে রিকশাশ্রমিকদের সঙ্গে বসুন, আলোচনা করুন। তাদের ভাগ্য উন্নয়নে বরাদ্দ দিতে হবে।
সমাবেশে রিকশাচালকদের জীবনমান উন্নয়নে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- পরিবেশবান্ধব রিকশার আধুনিকায়ন করা, রিকশাশ্রমিকদের জন্য সারাবছর কম দামে রেশনের ব্যবস্থা করা, রিকশাশ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থান, পরিবারের সদস্যদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি চাকরিতে তাদের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগ দেওয়াসহ আরো কয়েকটি দাবি।