মোটর সাইকেলে কুকুর ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জেলা যুবলীগের এক সদস্য। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় কুকুরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত খয়বার আলীর ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক জেলা যুবলীগের নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম স্বপন ও আলমডাঙ্গার মুদি ব্যবসায়ী ইদ্রিস আলী মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছলে মোটর সাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে দুজনই গুরুতর জখম হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে ইদ্রিস আলী (৩২) কুষ্টিয়ায় মারা যান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।