সাদিকুল ইসলাম জিসান
হয়তো বা পেচালো
বা তার সমার্থক জটিল।
সে কি সহজ না সরল,
তা কিন্তু দেখে বলা খুবই কঠিন।
বলার আগে পরখ করিও
এক-দু-শতবার।
হয়তো সে তা নয়, যা তোমর মস্তিস্ক
বলছে বার বার।
মনুষ হলেও ভিন্ন সবাই,
ভিন্ন কার্যক্রম।
একই নিয়মে পারবে না তুমি
বুঝতে সবার রং।
সৃষ্টি তাদের একই ভাবে,
একই স্রষ্টার করা।
ভিন্ন হলেও একই তারা,
রক্ত মাংসে গরা।
ভিন্ন বলতে ভিন্ন নয়,
ভিন্ন চিন্তাধারা।
চিনতে পারলে সবাই এক,
তোমারি রূপ,
তোমর মতোই হীরা ।