1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বাংলাদেশি রোগীদের জন্য চীন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

বাংলাদেশি রোগীদের জন্য চীন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬ Time View

এতদিন বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রধান গন্তব্য ছিল ভারত। গত বছরের ৫ আগষ্টের পর রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দেশটিতে চিকিৎসা নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের। এ পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিকল্প রাষ্ট্র হিসাবে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে চীন। সোমবার (১০ মার্চ) প্রথমবারের মতো চীনে চিকিৎসার জন্য ১৪ জন রোগী রওয়ানা দিয়েছেন। এ উপলক্ষ্যে সোমবার (১০ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।



সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশি রোগীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। আমরা চাই, বাংলাদেশিরা উন্নত চিকিৎসা পান এবং সুস্থ হয়ে দেশে ফেরেন। বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার সুবিধা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের জন্য আমরা ভিসা প্রক্রিয়া সহজ করেছি। পাশাপাশি চাইনিজ এয়ারলাইন্সও বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে। তিনি আবেদনকারীদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন।



এসময় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ উদ্যোগকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় বলে উল্লেখ করে বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন। চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুদেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। কুনমিংয়ে চিকিৎসাসেবা নেওয়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে আমরা আশা করছি।



প্রথম দফায় সোমবার (১০ মার্চ) চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ১৪ জন রোগী, ৬ জন পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ জন এইচইউসি প্রতিনিধি ও সাংবাদিকরা।



প্রতিনিধি দলের সদস্য ড. রাশেদুল হাসান চীনে উন্নত চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে বলেন, চীন গুরুতর রোগ যেমন ট্রান্সপ্লান্ট এবং ক্যানসারের মতো চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত উন্নত চিকিৎসা প্রদান করে। তবে অনেক বাংলাদেশি এই সুযোগগুলোর বিষয়ে অবগত নন।



চিকিৎসা নিতে চীনে যাওয়া বিশিষ্ট সংগীতশিল্পী হায়দার আলী এ দলে রয়েছেন। তিনি বলেন, আমি বহু জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কাজ হয়নি। শুনেছি, চীনে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়। আশা করছি, এবার ভালো ফল পাব।



আইনজীবী রাকিনুল হাকিম বলেন, এখন পর্যন্ত চিকিৎসার জন্য থাইল্যান্ডকেই বিকল্প ভাবা হতো। তবে এবার চীনে যাচ্ছি। যদি সন্তুষ্ট হই, তাহলে অনেক বাংলাদেশিই এই সুযোগ নেবেন।

গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ঘোষণা দিয়েছিলেন, চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের গ্রহণ করার জন্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved