ফরিদপুরে একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর ইউনিটের তদন্ত দল। বুধবার (১১ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ কমলাপুর মহল্লায় অবস্থিত পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন ও পুলিশ পরিদর্শক সুনীল কুমার কর্মকার উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, ফরিদপুর সদর উপজেলার চর নসিপুর গ্রামের জসিম শেখের কিশোর পুত্র ২০২২ সালের ২ সেপ্টেম্বর কালুখালীতে তার নানার বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। এর পরদিন (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই কিশোরের দাদা বাদী হয়ে কালুখালী থানার একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলাটি রাজবাড়ী জেলা পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করতে না পেরে ওই বছর ২২ ডিসেম্বর পিবিআই, ফরিদপুরের ওপর তদন্তভার দেওয়া হয়। পিবিআই ফরিদপুরের পরিদর্শক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে তদন্তে ওই কিশোরকে বলাৎকার করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হন। পরে তদন্ত দল বিশেষ দক্ষতার সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিশোর হত্যার ঘটনায় ১৬ বছরের আরেক কিশোরকে শনাক্ত করে। ১৬ বছরের ওই কিশোর ২০২৩ সালের ২৯ জুন থেকে গাজীপুরে অবস্থিত কিশোর সংশোধনাগারে রয়েছে। ১৪ বছরের কিশোরকে বলাৎকারসহ হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।