প্রথমবারের মত সফল রিয়েলটর এক্সপো করে সবাইকে চমকে দিয়েছে ইউএসবিসিসিআই। নিউইয়র্ক সিটিতে এমন এক্সপো এর আগে দেখেনি কমিউনিটির মানুষ। এ এক বর্ণিল আয়োজন।
নিউইয়র্ক সিটির লাগুরদিয়া ম্যারিয়ট হোটেলে দিনব্যাপী রিয়েলএস্টেট এক্সপো করেছে এই সংগঠনটি। একটি বাড়ী কেনার জন্য সব ধরনের সুযোগ ছিলো এই এক্সপোতে। এজেন্ট, ব্রোকার, বিনিয়োগকারী, এটর্নি, সিপিএ ক্রেতা এবং বিক্রেতাসহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের রিয়েল এস্টেট পেশাদারদের একত্র করছে ইউএসবিসিসিআই।
এক্সপোর শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি লিটন আহমেদ। এমন একটি আয়োজনে সবার উপস্থিতিতে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনি।
বোর্ড অব ডিরেক্টর এর প্রতিটি ব্যাক্তি কঠোর পরিশ্রম করেছেন চমৎকার আয়োজন সফল করতে। এক্সপোর চেয়ার ইসমাইল আহমেদের পাশাপাশি ডিরেক্টর শিখ ফরহাদ ছিলেন সঞ্চালনায়।
ম্যারিয়টের বল রুমের এক্সপোর পাশাপাশি নীচে চলছিলো সেমিনার। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ অতিথিরা। ইসলামী শরীয়া অনুযায়ী বাড়ী কেনার বিষয়ে আলোচনার পাশাপাশি ১ পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ী কেনার ব্যাপারেও ধারণা পেয়েছেন এক্সপোতে আসা অতিথিগন।
এসময় মেলা নিয়ে উচ্ছাস প্রকাশ করেন ইউএসবিসিসিআইয়ের ডিরেক্টর এবং আমন্ত্রিত অতিথিগন। এমন একটি অসাধারণ আয়োজনে এসে অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানান।
মর্টগেজ ডিপোট টিম বেইলি প্রেজেন্ট ইউএসবিসিসিআই রিয়েল এস্টেটের পাশে থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান মর্টগেজ ডিপোটের কর্ণধার তারেক বেইলি।
এ যেন স্বপ্নের বাড়ী নির্মানের সুযোগ করে দিয়েছে ইউএসবিসিসিআই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টির বেশী এক্সিবিটর এবং ১০০টির বেশী পেশাদার ব্যাক্তিগন এই এক্সপোতে উপস্থিত ছিলেন। সবাই নানাভাবে নিজেদের অভিজ্ঞতা অর্জন করেছেন।
অনুষ্ঠানের চমক ছিলো নিউইয়র্কের সেরা ১০০ জন রিয়েলটরকে সম্মাননা তুলে দেয়া। এই সময় নিউইয়র্কের অভিজ্ঞ রিয়েলটরদের হাতে এই সম্মননা তুলে দেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আহাদ এন্ড কোম্পানির সিইও আহাদ আলী সিপিএ আহাদ আলীর প্রানবন্ত উপস্থিতি সবার মধ্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এমন একটি মনোমুগ্ধকর আয়োজন করতে পারায় সত্যি গর্বিত হওয়ার কথা জানান সংগঠনের সভাপতি লিটন আহমেদ ও চেয়ার ইসলমাইল আহমেদ।
সবশেষে আগামী বছর ১৭ই মে পরবর্তী এক্সপোর তারিখ ঘোষণা করেন চেয়ার ইসমাইল আহমেদ। এই সময় একটি সফল আয়োজনের জন্য অতিথি ও সংগঠকদের ধন্যবাদ জানান তিনি।