1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে গড়ে উঠেছে : এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক টুটুল - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে গড়ে উঠেছে : এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক টুটুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেছেন, বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক ভালো দিক আছে। কিন্তু আমরা মনে করি পরিপুর্ণ দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সে দলগুলো পরিপুর্ণ কাজ করতে পারেনি। যার কারণে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি। একটা গবেষণায় দেখা গেছে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বসবাসের অযোগ্য শহর হচ্ছে ঢাকা। আমাদের পরিবেশ এত বেশি খারাপ হয়েছে যে, ঢাকার বাতাসে সিসা রয়েছে। যার কারণে পরিবেশবিদরা বলছেন, ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে। এর পেছনে মূল সমস্যা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে গড়ে উঠেছে। বাবার মৃত্যুর পরই কন্যা দায়িত্ব নেয়। স্বামীর মৃত্যুর পরই স্ত্রী দায়িত্ব নেয়। মায়ের পরে সন্তান, সন্তানের পর আবার মা আসে। কিন্তু এখান থেকে বের করে যোগ্যতা ভিত্তিতে মানুষের অধিকার নিয়ে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।



শুক্রবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি খোলামার্কেট এলাকায় সংগঠনটির যুব সমাবেশ ও ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি শাহাদাতুল্লাহ টুটুল এবি যুব পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে আরিফুল ইসলামকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে আগামী এক বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।



তিনি আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশের যুবকদের সমস্যা দুইটি। একটা হচ্ছে বেকারত্ব আরেকটা হচ্ছে মাদকাসক্ত। এই সমস্যার সমাধান যদি দ্রুত করা যায়, বাংলাদেশের যুব সমাজ পৃথিবীর যেকোন দেশের যুবসমাজের সাথে প্রতিযোগিতায় সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের সতের কোটি মানুষের চৌত্রিশ কোটি হাত। সেগুলো কিন্তু কর্মের হাত। প্রত্যেকটা মানুষ কাজ করতে চায়, অলস থাকতে চায় না। কাজ নেই বলেই এখানে অলসতা। কাজ নেই বলে যুবকরা আড্ডা দিচ্ছে। কাজ নেই বলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকছে। আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থান প্রত্যেকটা যুবকের অধিকার। এই অধিকার নিশ্চিত করার অন্দোলন হচ্ছে এবি যুব পার্টির কাজ। পাশাপাশি মাদকের যে করাল গ্রাস, বিভিন্ন নামে মাদক আমাদের সমাজে বিস্তার করে রেখেছে এক শ্রেণির কালো টাকার ব্যবসায়ীরা। এই সিস্টেমটাকে যদি আমরা মূলোৎপাটন করতে পারি, তাহলেই এখান থেকে যুবকদেরকে আমরা নিয়ে আসতে পারবো।



কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক- সাজ্জাদ কবির সুজন, মো. মামুন রহমান, আদিল মাহমুদ, মো. জহির, যুগ্ম সদস্য সচিব- জহিরুল ইসলাম, দিদারুল ইসলাম, মো. সবুজ, মো. গোলাম মোস্তফা, তরিকুল হাসান, কামরুন নাহার মাহফুজা অনামিকা, সহকারী সদস্য সচিব বাবর আলী, মো. রুবেল, কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন, টিপু সুলতান, মো. শাকিল, রেজোয়ার আহমেদ শাকিল, সৌরভ খান, আব্দুল্লাহ আল মারুফ, শাহজালাল ইসলাম।



অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, নারায়ণগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক শাহাজাহান বেপারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved