নিউইয়র্কে আবারো দারুন রেজাল্ট করে সবাইকে চমকে দিয়েছেন মামুন’স টিউটোরিয়ালের দুই স্টুডেন্ট জামান মাহমুদ ও ইলহাম মামুন। টেন গ্রেডে দুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পি-স্যাট এ (PSAT) পারফেক্ট স্কোর করেছেন।
এর মধ্যে জামান মাহমুদ ১৫২০ এবং ইলহাম মামুন ১৪৮০ স্কোর করেছেন। উল্লেখ্য পি-স্যাট হচ্ছে ন্যাশনাল মেরিট স্কলারশিপের জন্য। অসাধারণ এই রেজাল্ট করায় মামুন’স টিউটোরিয়ালের পক্ষ থেকে দুইজনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এমন চমৎকার রেজাল্ট করায় দুই স্টুডেন্ট ছিলেন বেশ উচ্ছ্বসিত। এই সময় প্রতিক্রিয়ায় নিজেদের ভালো লাগার কথা জানান তারা। দুই স্টুডেন্টের এমন অসাধারণ রেজাল্টের জন্য মামুন’স টিউটোরিয়ালের ডিরেক্টর শেখ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এই সময় মামুন’স টিউটোরিয়ালের ডিরেক্টর শেখ আল মামুন, ইংলিশটিচার জন স্কটসহ অন্যরা উপস্থিত ছিলেন। পি-স্যাটে ভালো করতে হলে কঠোর অধ্যাবসায়, পরিশ্রমের ওপর গুরুত্ব দিলেন মামুন’স টিউটোরিয়ালের ইংলিশ টিচার জন স্কট।
অপরদিকে জামান মাহমুদ এবং ইলহাম মামুনের এমন অসামন্য সাফল্যের জন্য নিজের ভালো লাগার কথা জানান মামুন’স টিউটোরিয়ালের ডিরেক্টর শেখ আল মামুন। এর আগে বিভিন্ন সময় মামুন’স টিউটোরিয়ালের স্টুডেন্টরা সাফল্য তুলে এনেছেন। শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার জন্য নিজেদের আন্তরিক চেষ্টার কথা জানান তিনি।
এদিকে, অভিভাবকরাও এমন ভালো রেজাল্টে নিজেদের ভালো লাগার কথা জানান। এক প্রতিক্রিয়ায় জামান মাহমুদের পিতা জানান, মামুন’স টিউটোরিয়ালের আন্তরিক সাপোর্টে এমন ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।
পি-স্যাট এবং ইলেভেন গ্রেডে এস-এ-টি’তে (SAT) সাফল্য পাওয়ার জন্য স্টুডেন্টদের মামুন’স টিউটোরিয়ালে স্বাগত জানিয়েছেন মামুন’স টিউটোারিয়ালস কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা।