1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নিউইয়র্কে চমৎকার আয়োজনে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী - Globalprime24.com
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

নিউইয়র্কে চমৎকার আয়োজনে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৮ Time View

চাঁদপুরে ভরপুর জলে ও স্থলে মাটির মানুষ আর সোনা ফলে। চাঁদপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। যে জেলার সোনালী সন্তানরা নিউইয়র্কেও আলো ছড়াচ্ছে। নিউইয়র্কে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমনই চমৎকার কথায় দর্শকদের বিমোহিত করেন আমন্ত্রিত অতিথিরা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এই সময় অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চমৎকার এই আয়োজনের সভাপতি এবং রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মাসুম। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম মনির ও এবি সিদ্দিক পাটোয়ারী ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনায়। অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আব্দুর রব চৌধুরী। এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল অমিন সিদ্দিকী।



এছাড়া অন্য অতিথিরা সংগঠনের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রশংসা করেন। ঐক্যবদ্ধ চাঁদপুর কমিউনিটির সেবায় দারুন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংগঠন ও অতিথিরা।

আলোচনা পর্বের নতুন কমিটিকে শপথ পাঠ করানো হয়। এই সময় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। ফুল দিয়ে বরন করে নেয়া হয় নির্বাচিত নেতৃবৃন্দদের।



আলোচনা পর্ব শেষে সমাপনী বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মাসুম। তিনি সবাইকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান। সব শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সময় শিল্পীরা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। সব মিলিয়ে একটি মনে রাখার মত অনুষ্ঠান করেছে সবার প্রাণের সংগঠন রুপসী চাঁদপুর ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved