নিউইয়র্কে বিভিন্ন পরীক্ষায় দারুন রেজাল্ট এবং পি-স্যাট এ দূর্দান্ত স্কোর করে সবার প্রশংসা কুড়াচ্ছেন মামুন’স টিউটোরিয়ালের স্টুডেন্টরা। বিভিন্ন সংগঠন থেকে এই সাফল্যের জন্য এওয়ার্ডও পাচ্ছেন মামুন’স টিউটোরিয়ালের এইসব মেধাবী স্টুডেন্ট।
সম্প্রতি নিউইয়র্ক সিটির জুইশ সেন্টারে বর্ণিল আয়োজনে মামুন’স টিউটোরিয়ালের দুই স্টুডেন্টকে এওয়ার্ড দেয়া হয়েছে। শুভ জ্যোতি রয় এবং আনিলা হায়দারকে আউটস্টান্ডিং সাফল্য পাওয়ায় এই এওয়ার্ড দেয়া হয়। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এই চমৎকার আয়োজন করে।
নিউইয়র্ক সিটির দুই টপ শিক্ষা প্রতিষ্ঠান স্টাইভিসেন্ট হাই স্কুলে শুভ জ্যোতি রয় এবং ব্রংকস হাই স্কুল অব সায়েন্সে আনিলা হায়দার সুযোগ পাওয়ায় দুইজন ট্যালেন্টেড স্টুডেন্টকে এওয়ার্ড দেয়া হয়েছে।
দুই স্টুডেন্ট জানান পরিবার এবং মামুন’স টিউটোরিয়ালের শেখ আল মামুনের আন্তরিক প্রচেষ্টায় এমন একস্ট্রা অর্ডিনারী সাফল্য পাওয়া সম্ভব হয়েছে।
এদিকে, মামুন’স টিউটোরিয়ালের ডিরেক্টর শেখ আল মামুন স্টুডেন্টদের এমন সাফল্যে অভিভূত।
দুই স্টুডেন্টদের অভিভাকরাও উচ্ছ্বসিত। নিজেদের সন্তানদের এমন সাফল্যের পেছনে মামুন’স টিউটোরিয়াল এবং শেখ আল মামুন স্যারের কৃতিত্বের কথা বললেন অভিভাবকরা। ভবিষ্যতে মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা এমন সাফল্য অব্যহত রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, পেরেন্টিং আওয়ার কমিউনিটি শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হাসান। কি নোট উপস্থাপন করেন শেলা জামানি ইফতেখার।