নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্যানিশ কনডেন্স মিল্ক আন্ত:বিভাগ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজজুট মাঠে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দুরন্ত সিডিসি একাদশের সঙ্গে অংশ নিয়ে পাওয়ার হিটার একাদশ জয়ী হয়। এসময় বিজয়ী পাওয়ার হিটার একাদশের হাতে পুরুস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আরিফুল হক হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড্যানিশ কনডেন্স মিল্কের ষ্টোর বিভাগের এজিএম লোকমান হোসেন, সিকিউরিটি ম্যানেজার হাবিবুর রহমান, স্টোর বিভাগের ম্যানেজার আশরাফ হোসেন, একাউন্টস ম্যানেজার তারিকুল ইসলাম ও সাবেক মেম্বার লোকমান হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।