1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ক্রিকেট অস্ট্রেলিয়ার দূত আমিনুলসহ চার বাংলাদেশী - Globalprime24.com
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

ক্রিকেট অস্ট্রেলিয়ার দূত আমিনুলসহ চার বাংলাদেশী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫৬ Time View

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বহুসাংস্কৃতিক দূত হিসেবে ৫৪ জনকে নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কসহ রয়েছেন ৪ বাংলাদেশি বংশোদ্ভূত। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে- বহুসাংস্কৃতিক দূত হিসেবে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার রানারআপ কিশোয়ার চৌধুরী, কিশোয়ারের বাবা ও সমাজসেবী কামরুল চৌধুরী এবং অস্ট্রেলিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফার্মাসিস্ট স্বরূপ আফসার।



দূতের তালিকায় আছেন- পাকিস্তান কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, ভারতের রবি শাস্ত্রী, শ্রীলংকার রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন গঙ্গা, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অলরাউন্ডার লিসা স্টালেকাররা। বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, গুরিন্দার সান্ধু ও তানভীর সাংহারা।



এ ব্যাপারে সিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি বলেছেন, ‘আমরা বহুসংস্কৃতির দূতদের মতো গতিশীল ও বৈচিত্র্যময় গোষ্ঠীকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। তাদের সম্মিলিত নেতৃত্ব, দক্ষতা ও কর্মোদ্যম অর্থপূর্ণ পরিবর্তন আনবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট সম্প্রদায়কে উৎসাহিত করতে সহায়ক হবে।’



অপরদিকে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা বলেছেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক দূত কার্যক্রমের একজন হতে পেরে গর্বিত। আমি খেলাটিকে একটি সেতু হিসেবে দেখি, যা বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করে এবং সবাইকে স্বাগত জানায়। সেই সঙ্গে সবার মধ্যে বোঝাপড়া, সম্মানবোধ ও একতা বাড়ায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved