সিনবাদ হোসাইন
একুশ আমার, একুশ তোমার,
একুশ বাংলাদেশের।
একুশ হল হত্যাকান্ড,
যুদ্ধ এ দেশের।
একুশ হল জনসভা
ও মিছিলের,
একুশ হল জব্বার, শফিক
আর বরকতের।
একুশ হলো লুটিয়ে পড়া
শহীদের লাল রক্তের,
একুশ হলো কোটি কোটি
বাংলা মা ভক্তের।
একুশ হল পদ্মা, মেঘনা,
যমুনা কর্নফুলির।
একুশ হলো রাজপথে ঐ
শহিদের ধুলি।
একুশ হল শত মায়ের
উদ্মিগ্ন চোখ
ছেলে হারায় যার
নেই কোনো শোক।
একুশ হল পশ্চিমের
হাসিমাখা সুর্যের,
একুশ হল পকেটের চিঠি
কোনো এক শহিদের।
একুশ হল ছাত্র, শ্রমিক
ও এদেশের চাষা।
সবার মুখে একই কথা,
চাই বাংলা ভাষা।
একুশ হল আমাদের
লক্ষ প্রানের আশা,
একুশ হল আমাদের এই
সহজ বাংলা ভাষা।
আরও কবিতা পড়তে এখানে ক্লিক করুন।