নাসার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে যাচ্ছে বড়দিনে। এটির নাম দেওয়া হয়েছে ‘জেমস ওয়েব টেলিস্কোপ’। সহজে বলার স্বার্থে ‘জেডব্লিউএসটি’ এবং ‘ওয়েব’ নামেও ডাকা হচ্ছে এটিকে।
এর আহেও টেলিস্কোপটির মহাকাশে পাঠানোর সময়সূচী কয়েকবার পেছানো হয়েছে। সবশেষে উৎক্ষেপণের নতুন সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর ভোর ৪টা।
উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ইএসএ’র আরিয়ান ৫ রকেটে গোটানো অবস্থায় থাকবে টেলিস্কোপটি। ফ্রেঞ্চ গিনিতে অবস্থিত ইএসএ’র ‘ইএলএ-৩’ লঞ্চ কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করবে আরিয়ান ৫।
মহাকাশ বিজ্ঞানীরা এর নির্মাণ কাজ করেছেন কয়েক দশক ধরে। টেলিস্কোপটিতে রয়েছে হালের সর্বাধুনিক যন্ত্রপাতি। হাবল টেলিস্কোপের উত্তসূরী হিসেবে বিবেচনা করা হচ্ছে টেলিস্কোপটিকে। জেডব্লিউএসটি’র গন্তব্য পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএস) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)-এর যৌথ প্রকল্প হিসেবে নির্মাণ করা হয়েছে জেডব্লিউএসটি। খালি চোখে ধরা পড়ে না এমন ছায়াপথ আর দানবীয় ব্ল্যাকহোলের গহীনে দেখার সক্ষমতাও আছে টেলিস্কোপটির।